Wednesday, April 25, 2018

Voice Change

Voice  Change  আমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এ আসে কিনা জানি না। আমাদের সময় আসতো। ভয় পেতাম। সব কিছু এলোমেলো হয়ে যেত। মজার বিষয় ইংরেজীতে কথা বলতে ও লিখতে গেলে আমাদেরকে Voice Change করতে হয়। Voice Change আমাদের লিখার ও কথার বলার মান বেড়ে যায়। ছোট্ট একটা উদাহরণ দেই।

They have changed the house.The house has been changes ( দেখো এই সেন্টেন্স এ আলাদা একটা  ভাব আছে ).


একটা স্পিচ যখন সরাসরি বলা হয়ে থাকে তাকে একটিভ ভয়েস বলা হয়। যেমন, He teaches us.

যখন একই কথাকে বা স্পিচকে ঘুরিয়ে বলা হয় তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। Passive মানেই তো কোনো কিছু ঘোরানো। যেমন, We are taught by him.

১) Present indefinite tense যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-
Structure: Object এর subject + am/is/are + verb এর past participle form + by + subject এর object.
Active – I play football.
Passive- Football is played by me.
Active- They eat rice.
Passive- Rice is eaten by them.

২) Present continuous tense যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-
Structure: Object এর subject + am being/is being/are being + verb এর past participle form + by + subject এর object.
Active: I am playing football.
Passive: football is being played by me. 
Active: He is eating rice.
Passive: Rice is being eaten by him

Wednesday, March 7, 2018

Present Indefinite/Present Simple

Tense কি ? টেন্স হচ্চে সময়। আমরা যখন কথা বলি তখন আমাদের কথার মধ্যে সময় উল্লেখ থাকে। এই যেমন : আমার শৈশব ছিল অসাধারন। আমি এখন খারাপ নেই। আমি আমার কাজিনদেরকে খুব মিস করি। আমি অনেক দিন যাবৎ আমার বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসি। আমি একদিন আমার যোগ্যতা মানুষের সামনে তুলে ধরবো। 


↑ 
↑ → উপরের উদাহরণে একেকটা বাক্যে একেক ধরণের সময় উল্লেখ আছে। একেকটা একেক Tense এ হবে। 

১২ টা টেন্সের মধ্যে আমি আজকে Present Indefinite/Present Simple  নিয়ে আলোচনা করবো।  

Present Indefinite → আমরা যে কাজগুলো প্রতিদিন করি ,আমাদের অভ্যাস , চিরন্তন সত্যগুলো এবং নিয়মিত সত্যগুলো যে টেন্স দ্বারা বলা হয় সে টেন্স হচ্ছে  Present Indefinite। এই টেন্সকে আবার Present Simple ও বলে। 

আমার মা একজন ভালো মানুষ। → নিয়মিত সত্য বা Facts ...
আমি প্রতিদিন রাতে বই পড়ি। → অভ্যাস বা Habits ..
চাঁদ পৃথিবীর উপগ্রহ। → চিরন্তন সত্য বা Universal True...
আমার বাবা প্রতিদিন সকালে কাজে বের হন।→ প্রতিদিন হচ্ছে বা Daily Activities..

এখন চলো এই টেন্সের ফর্মুলাটা একটু দেখে নেই। 

Sub + Verb( Verb এর  present form) + Object 

এখানে সাবজেক্ট কী ? আমি(I) ,তুমি(YOU) ,সে (HE/SHE),আমরা(WE) ,তারা (THEY),ইহা (IT) করিম,ফাতিমা বা যেকোনো (ANY NAME) কিছুর নাম। 

VERB হচ্ছে → যে শব্দটা আসল কাজটা একটা সেন্টেন্স এ বলে দিচ্ছে। যেমন : I GO (আমি যাই।  এখানে GO হচ্ছে VERB আমি কি করতেছি সেটা GO বলে দিচ্ছে ) 

Verb এর  present form মানে কি ?

Present Form →   Past Form Past →   Participle Form 

 Go →                Went →                Gone 
Love                   Loved                   Loved 
Teach                 Thought                Thought 

একটা VERB তিনটা অবস্থানে থাকতে পারে। তিনটা অবস্থা তিন ধরণের শব্দে পরিণত হয় বা কোনো কোনো সময় সমান থাকে। এই টেন্সে শুধু মাত্র Present Form ব্যবহার হবে। যেমন উপরের উদাহরণের GO,LOVE,TEACH আছে।চলো তিনটা বাক্য বানাই। 


You go to office on time.
I love my family.
She teaches me.

Object কী ? Verb এর পর থেকে সবকিছুই অবজেক্ট ধরে নিও। এই যেমন উপরের বাক্যে (go,love এবং teach এর বাকি অংশ হচ্ছে Object ) 

She teaches me → এই বাক্যে একটা ঝামেলা ঘটছে। es কোথা থেকে আসলো। এটা ছিল শুধু Teach ।

তাহলে শোনো !! যদি এই সাবজেক্ট SHE/HE/ANY NAME বা IT হয় তবে S/ES VERB শেষে যোগ হবে। আরেকটা সমস্যা হলো। সেটা কী ? সেটা হচ্চে কোন সময় es এবং কোন সময় s  VERB শেষে যোগ ? তাহলে শোনো আবার। যদি দেখো যে verb শেষ লেটার বা অক্ষরটা S/SH/O/X/CH তাহলে es যোগ করো। আর বাকিদের ক্ষেত্রে s যোগ করো। উপরের She Teaches Me তে দেখো She সাবজেক্ট ছিল। এর জন্য আমরা s বা es যোগ করার সিদ্ধান্ত নিলাম। পরে যখন দেখলাম যে Teach এর শেষ দুইটা লেটার বা অক্ষর হচ্ছে CH তাই আমরা es যোগ করলাম। 

চলবে। .....................







Saturday, February 24, 2018

পাওয়ার ভার্বস :

পাওয়ার ভার্বস :

আমরা যখন বাংলায় কথা বলি তখন অনেক শব্দ আছে যেগুলো ব্যবহার করলে আমাদের কথাবার্থা যেমন সুন্দর হয় তেমনি আমাদের ব্যাক্তি মানুষের যোগ্যতাও প্রকাশ পায়। প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে একই বিষয়। ইংরেজীর ক্ষেত্রে আমরা এই পাওয়ার ভার্বস গুলো কিভাবে ব্যাবহার করবো। ..


I made this one.
I developed this one.(power verbs used here)

She will show it to me.
She will demonstrate it to me.(power verbs used here)

Karim is going to keep his words.
Karim is going to ensure his words.

Please,do not remove it.
Please,do not eliminate it.

বিশেষ কথা : লার্ন সিনোনিমস। ...

Sunday, February 18, 2018

কম্পিউটার শর্টকাট !

কম্পিউটার ব্যবহার করতে হলে আমাদেরকে অবশ্যই নানান রকমের শর্টকাট শিখতে হবে কেননা এটা আমাদের সময় বাঁচায় এবং কাঙ্খিত কাজটা খুব দ্রুত হয়ে যায়।

Ctrl + A  → কোনো লেখাকে একসাথে সিলেক্ট করতে হলে।
Ctrl + X  → সিলেক্টেড লেখাকে কেটে দিতে চাইলে। 
Ctrl + C  → সেলেক্ট করা লেখাকে কপি করতে হলে।
Ctrl + V  → সেলেক্ট করা লেখাকে পেস্ট করতে হলে।
Ctrl + Z  → কোনো কিছু ভুলে কেটে গেলে।
Ctrl + Y  → এটা Ctrl + Z  এর বিপরীত কাজ করে।
Ctrl +  R → এটা রিফ্রেশ করে কম্পিউটারের চলমান কাজকে বা F5 বাটনে প্রেস করা।
Ctrl + P→ কোনো কিছু প্রিন্ট করতে হলে।
Ctrl + F → ওপেন করা ট্যাব বা MS ডকুমেন্ট এর ভিতরে কোনো কিছু খুজতে হলে।
Ctrl +  Tab → ওপেন করা ট্যাবগুলার মধ্যে একটা থেকে আরেকটাতে যেতে চাইলে।
Ctrl +  + Alt + Tab → ওপেন করা সব উইন্ডোগুলো একসাথে দেখা এবং একটা থেকে অন্যটাতে যেতে চাইলে।

নোট : অলওয়েজ আস্ক গুগল। আর গুগলে কিভাবে কোন জিনিস সার্চ করতে হবে এ নিয়ে আমার একটা পোস্ট ও আছে। নিচের কমেন্ট বাক্স এ দিয়ে দিচ্ছি। আর কম্পিউটার নিয়ে নিয়মিত লিখার চেষ্টা করবো ইনশা আল্লাহ ।



Sunday, February 11, 2018

গুগল সার্চ টিপস

গুগল আমাদের জীবনের অবিচ্ছেদ অংশ। ইন্টারনেট নামক নেটওয়ার্কের ভিতরে আমরা যারা বাস করি।  আমরা সবাই প্রতিদিন কিছু না কিছু সার্চ করে থাকি কিন্ত অনেকেই গুগল সার্চিং এর অনেক বিষয় জানি না। এই বিষয়টা জানতে হবে কারণ সার্চিং এর উপর নির্ভর করে আমাদের কাংখিত ফলাফল। চলো জেনে নেই কিছু বিষয় সার্চিং নিয়ে :


১) Case অর্থাৎ বড় বা ছোট হাতের অক্ষর নিয়ে চিন্তা না করা। Punctuation অর্থাৎ দাড়ি কমা নিয়ে চিন্তা না করে সার্চ করা - মূলত এই ধরনের সার্চ আমরা সবাই করি।

২) কোনো এক জিনিস সার্চ করলে সাথে সাথে অন্য জিনিসও চলে আসে সেক্ষেত্রে বিয়োগ চিহ্ন (-) ব্যবহার করা। এই বিয়োগ চিহ্ন NOT অর্থে ব্যবহার হয়।

৩) OR বা AND ব্যবহার করলে দুইটা বিষয় একসাথে চলে আসবে। যেমন sakib al hasan or abdur rajjak.

4) তুমি নির্দিষ্ট কোনো ওয়েবসাইট যেতে চাইলে site:www.youtube.com এইভাবে লিখতে পারো। আবার ওই নির্দিষ্ট ওয়েবসাইট রিলেটেড সাইট এ যেতে চাইলে related:www.youtube.com লিখে সার্চ করতে পারো।

৫) রেঞ্জ বা সীমানা বুঝতে (..) ব্যবহার করতে পারো। যেমন hp laptop $250..$550

৬) তোমার যারা উনিভার্সিটিতে পড়ো তোমাদের জন্য গুগল এডভান্স সার্চ আছে। Advance Search এসাইনমেন্ট করার জন্য কাজে লাগবে। Advance Search যাও এবং শূন্যস্থান তোমার সার্চ অনুযায়ী ফিল করো। ভালো ও উন্নত মানের ফলাফল বের হয়ে আসবে।

৭) SafeSearch Filters নামে Setting এর ভিতরে যে অপসন আছে তা অন করে রাখতে পারো তাহলে অনাকাঙ্খিত কোনো ছবি তোমার সার্চিং এর সময় আসবে না।

৮) ছবি দিয়েও সার্চ করা যায়। এর জন্য তোমাকে images.google.com এই ওয়েবসাইট এ গিয়ে ছবি আপলোড দিয়ে সার্চিং এর কাজ করতে হবে।

বিশেষ কথা : উপরের বিষয় নিয়েও গুগল সার্চ দিতে পারো এবং আরো সুন্দরভাবে বুঝে নিও। এখানে খুব অল্প তথ্য দিয়েছি তবে এইগুলিই সাধারণত কাজে আসে। .